লিখা: Mahruf Ahmed Zaki
Albany হচ্ছে New York State এর একটি শহর, যেরকম New York City ও নিউইয়র্ক স্টেইটের একটি শহর। একটি স্টেইটের সব সুযোগ সুবিধা সেই স্টেইটের সব সিটিতে একই হয়। উদাহরণস্বরূপ, মেডিকেইড বেনিফিট নিউইয়র্ক সিটিবাসীরা যেরকম পান, Albany, Buffalo, Yonkers, Rochester, Binghamton, Niagra Falls ইত্যাদি শহরের বাসিন্দারাও একই সুযোগ সুবিধা পান। কারণ এই শহরগুলো সবই নিউইয়র্ক স্টেইটের মধ্যে অবস্থিত। New York স্টেইটের Cities ও Towns কী কী এখানে দেখতে পারেনঃ
https://www.tax.ny.gov/.../publ.../orpts/swis_alphaorder.pdfঅর্থাৎ, এসব সিটি ও টাউনের বাসিন্দারা নিউইয়র্ক স্টেইটের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন।
আমার কাছে যেসব বিষয়ে অধিকাংশ মানুষ জানতে চেয়েছেন সেগুলোর মধ্যে Government Facilities ও Job Facilities নিয়ে চেষ্টা করছি যথাসম্ভব সংক্ষেপে লিখতে, যদিও ব্যাপারগুলো অনেক বিশদ।
1. *Government Facilities* : নিউইয়র্ক সিটিতে যারা Medicaid, Medicare, SNAP (Foodstamp), Social Security Benefits, Supplemental Security Income (SSI), Homecare Assistant Program (HEAP), Lifeline, Assurance Wireless, Childcare Assistance Program, TANF ইত্যাদি পেয়ে থাকেন, এখানে একেবারে সেইম ফ্যাসিলিটিগুলো পাবেন।
Albany Medical Center নামের হসপিটালে The Massry Family Children’s Emergency Center হচ্ছে Upstate New York এর সবচেয়ে বড় ট্রমা সেন্টার।
St. Peter’s হচ্ছে এমন একটি হসপিটালে যেখানে কোনো মহিলা যদি চান তার প্রেগন্যান্সি এর সময় ও বেবি ডেলিভারি একজন মহিলা ডাক্তার/ নার্স/ পিএ দ্বারা করতে, সেটা সম্ভব, যেটা অন্য হসপিটালে সচরাচর হয় না।
Medical facilities বা Hospitals সম্পর্কে আরো জানতে চাইলে কমেন্ট করবেন। চেষ্টা করবো সাধ্যমতো তথ্য দিতে।
2. *Job Facilities*: আগের পোস্টে আমি মেনশন করেছি যে এখানে কী কী ধরনের জব আছে। এখানে সেগুলো নিয়ে বিস্তারিত লিখছিঃ
প্রথমেই আসি যারা odd job করতে চান, তাদের জন্য Walmart, Target, Hannah Ford, Primark ইত্যাদি রিটেইল স্টোরে এ ক্যাশিয়ার, সেইলস এসোসিয়েট, ওয়্যারহাউজ এসোসিয়েট ইত্যাদি full time/part time জব এভেইলেবল আছে। এসব জবে মিনিমাম $14 থেকে স্যালারি রেইঞ্জ শুরু হয়। যোগ্যতা অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে।
প্রফেশনাল জবের জন্য আমি কয়েকটি Recruiting Agency এর নাম ও লিংক দিচ্ছি। এসব ওয়েবসাইটে আপনারা আপনাদের ফিল্ড অনুযায়ী কাঙ্ক্ষিত জব খুঁজে পাবেন ইন শা আল্লাহঃ
10. যেসব এজেন্সি State এর সাথে Contract আছে ও বিভিন্ন ধরনের State Job এর জন্য হায়ার করে:
এসব ওয়েবসাইটে ঢুকে Location: Albany, NY দিলে অনেক অনেক জব পোস্টিং পাবেন। এছাড়া Indeed, Monster, Zip Recruiter, LinkedIn এসব সাইটে Albany তে অসংখ্য জবের সন্ধান পাবেন।
আশা করি এসব তথ্য একটু হলেও উপকারে আসবে।
কারো কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন। চেষ্টা করবো সবার উত্তর দেয়ার।
আগামীতে Albany তে বাড়ির রেন্ট ও বাড়ির সেইল বিষয়ে লেখার ইচ্ছে আছে যেহেতু অনেকেই এখানে বাড়ি কেনার আগ্রহ দেখিয়েছেন। এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে করতে পারেন তাহলে লেখার সময় ঐ ব্যাপারগুলো মাথায় থাকবে।