Image
211 Old Loudon Rd, 2FL, Latham, NY 12110
+19172572973

ContactUs@DimensionRealtySolution.com

Your One Stop Real Estate Solution

আলবানী তে কেনো move হবেন? আলবানী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

Writen by: Mahruf Ahmed Zaki

New York City থেকে মুভ হয়ে অন্য কোথাও যাওয়ার জন্য রেকমেন্ডেশন চেয়ে অনেকে তথ্য চেয়ে থাকেন। নিউ ইয়র্ক সিটিতে থাকার যেমন অনেক সুযোগ সুবিধা আছে, তেমনি অনেক অসুবিধা আছে। সুবিধার চেয়ে আমি মনে করি অসুবিধা গুলোই বেশি। সব চেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে সেখানে জীবিকা নির্বাহ অন্ত্যন্ত ব্যয়বহুল। নিউ ইয়র্ক সিটি একমাত্র তাদের জন্যই আরামের, যারা অনেক আগে এসেছেন, যারা ২০+ বছর ধরে সেখানে আছেন ও ভালো পজিশনে আছেন, যাদের আয় অনেক বেশি।

কিন্তু যারা নতুন এসেছেন, একদম শূন্য থেকে শুরু করেছেন, তারা জানেন সিটিতে থাকা কতোটা কষ্টের। অনেক পরিশ্রম করেও সঞ্চয় করাটা খুবই কষ্টসাধ্য। যারা ভাবছেন সিটি থেকে মুভ করবেন এমন কোথাও যেখানে আপনি পরিশ্রম করে সঞ্চয় করতে পারবেন, শান্তিতে চলাফেরা করতে পারবেন, তাদের জন্য এই পোস্ট।
প্রথমত বলে রাখি, আমি যেখানে থাকি, সেই জায়গা সম্পর্কেই আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারবো। এর বাইরে অন্য স্টেইট/সিটি সম্পর্কে আমার ধারণা নেই।
আমি থাকি Upstate New York এর Albany শহরে। Albany County তে যেসব প্রসিদ্ধ অঞ্চল আছে সেগুলোর মধ্যে অন্যতম হলোঃ
1.Albany City 2. Colonie 3. Guilderland 4. Troy 5. Rensselaer 6. Latham 7. Watervliet 8. Cohoes 9. Menands 10. East Greenbush ইত্যাদি।
আমি New York State এর ক্যাপিটাল Albany নিয়ে লিখছি। আমি এখানকার বাসিন্দা ও আল্লাহর রহমতে পরিবার নিয়ে বেশ ভালোই আছি।
1. পরিবেশঃ প্রথমেই আসি এখানকার পরিবেশ নিয়ে। সব স্টেইটে যেরকম ভালো পরিবেশ আছে, খারাপ ও আছে। আবার মাঝারি ধরনের পরিবেশ ও আছে। আপনি NYC এর মতো অনেক বাঙালি পাবেন না, তবে গত কয়েক বছরে বাঙালি অনেক বেড়েছেন। বাইরে বের হলে বাঙালি দেখতে পাবেন না, এটা অসম্ভব। যদি মেইন আলবানি টাউনের কথা বলি, সেখানকার ডাউনটাউনের পরিবেশ এতোটা উন্নত না। তবে অনেক ভালো ভালো এরিয়া আছে যেখানকার পরিবেশ অত্যন্ত ভালো। পরিবার নিয়ে শান্তিতে থাকার মতো।
2. জব ফ্যাসিলিটিঃ যোগ্যতা অনুযায়ী এখানে সব ধরনের জব আছে। যাদের শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা কম, তাদের জন্য রিটেইল, ফ্যাকট্রি সহ অনেক ধরনের জব আছে। এসোসিয়েট, হাইস্কুল, ব্যাচেলর, মাস্টার্স যাদের আছে, যোগ্যতা অনুযায়ী তাদের জন্য জবের অফুরন্ত সুযোগ রয়েছে। অনেকেই জানেন নিউইয়র্ক স্টেইট ক্যাপিটাল হওয়ায় এখানে অনেকে আসেন স্টেইট জব পেয়ে। স্টেইট জবে অনেক সুযোগ সুবিধা আছে যেহেতু সরকারি চাকরি। এর জন্য পরীক্ষা দিয়ে পাস করতে হয়। এছাড়া এজেন্সির মাধ্যমের স্টেইট জব পাওয়া যায়। স্টেইটে অনেক ডিপার্টমেন্টে অসংখ্য পজিশনে মানুষ হায়ার হচ্ছে। রয়েছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেমন Regeneron, Curia, চিপ ইন্ডাস্ট্রি যেমন Global Foundries, হাইড্রোজেন সেল কোম্পানি যেমন Plugpower. সবচেয়ে বেশি সুবিধা হেলথকেয়ার সেক্টরে, এখানকার সবচেয়ে বড় দুটি হসপিটালে সবসময় ডাক্তার, নার্স, টেকনিশিয়ানের সংকট থাকে। যারা ডাক্তারি,নার্সিং, টেক পড়ছেন, তাদের জন্য অপার সম্ভাবনা আছে। সেন্ট পিটার্স হসপিটালে বর্তমানে ৪৪৩ জন নার্স প্রয়োজন ও আলবানি মেডিকেল সেন্টারে ৬৬০ জন নার্স প্রয়োজন। এছাড়া হসপিটালের মধ্যে অসংখ্য এডমিনিস্ট্রেটিভ, ক্লেরিকাল ইত্যাদি জব আছে। জবের জন্য কাউকে দিনের পর দিন কষ্ট করতে হবে না ইন শা আল্লাহ।
3. বাড়িঃ বাসার রেন্ট নির্ভর করবে আপনি কোন এলাকায় থাকবেন তার উপর। সাধারণত ২ বেডরুমের বাসার রেন্ট ১২০০-১৪০০, ৩ বেডরুমের বাসা ১৫০০-১৯০০ এর মধ্যে হয়ে থাকে। বাড়ির দামও এলাকা অনুসারে ভিন্ন হয়। Zillow, Redfin, Realtor, Property Shark, Rocket Homes এসব ওয়েবসাইট অনুযায়ী বাড়ির এভারেজ দাম এখন ২২৮-২৮১ হাজার।
4. ট্রান্সপোর্টেশনঃ এখানে বাসের সুবিধা সবচেয়ে বেশি। প্রতি ১৫-২০ মিনিটে বাস থাকে এবং বেশির ভাগ এলাকায় বাস স্টেশন আছে। যারা নিউইয়র্ক সিটিতে গাড়ি চালিয়েছেন তাদের জন্য এখানে গাড়ি চালানো অনেক সহজ মনে হবে। ট্রাফিক নেই বললেই চলে, চলাফেরা করা অনেক আরাম।
5. হালাল খাবার, গ্রোসারি শপ ও মলঃ এখানে বিভিন্ন ধরনের হালার রেস্টুরেন্ট আছে তবে বাঙালি রেস্টুরেন্ট নেই। এটা একটা সীমাবদ্ধতা বলতে পারেন। বাঙালি গ্রোসারি শপ আছে কয়েকটি, সব ধরনের দেশি খাবার পাওয়া যায়। আমেরিকান শপ যেমন Walmart, Target, BJs, Sam’s Club ইত্যাদি সবকিছুই আছে। Costco আসছে কয়েকমাসের মধ্যেই। অনেকে হয়তো জানেন বিশ্বের সবচেয়ে বড় Walmart আলবানি শহরে অবস্থিত। বড় দুটি মল আছেঃ Crossgates Mall ও Colonie Center.
6. স্কুল-কলেজ, মসজিদ ও ইসলামিক স্কুলঃ এখানে ভালো হাইস্কুল আছে। কলেজের জন্য SUNY Albany অনেক প্রসিদ্ধ। অন্য স্টেইট থেকেও অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে। এছাড়া কমিউনিটি কলেজ, অন্যান্য বেশ কয়েকটি ভালো কলেজ আছে। আছে বিখ্যাত মেডিকেল কলেজ ও ফার্মাসি কলেজ। লেখাপড়ার জন্য আলবানি অনেক অনেক ভালো একটি শহর। এখানে আস সালাম নামে একটি মসজিদ আছে। পাশের টাউন Latham এ আল হিদায়া মসজিদ, ও Schenectady তে ICCD মসজিদ আছে। সবগুলো মসজিদ ১৫ মিনিট দূরত্বে অবস্থিত। An Nur ইসলামিক স্কুল আছে Schenectady টাউনে। অসংখ্য মুসলিম বাস করেন এখানে। মসজিদে গেলে বিভিন্ন দেশের অনেক মানুষের সাথে দেখা হয়।
7. Traveling/ Attractions ঃ ভ্রমণের জন্য Upstate NY কতখানি বিখ্যাত সেটা নতুন করে বলার কিছু নেই। পাহাড়, লেইকে ঘেড়া অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আধার। বেশ কিছু উল্লেখযোগ্য ভ্রমণের স্থান হচ্ছে Thacher Park, Lake George, Lake Placid, Green Lakes State Park, Adirondack Mountains ইত্যাদি। যারা আমার মতো হাইকিং পছন্দ করেন, তাদের জন্য হাজার হাজার হাইকিং ট্রেইলস আছে। ২-৩ ঘন্টা ড্রাইভিং এর দূরত্বে অগণিত ভ্রমণের স্থান আছে। শহরের ভেতরে অনেকগুলো পার্ক আছে। যেহেতু ট্রাফিক নেই, যেকোনো জায়গায় যাওয়া বেশ সহজ যদি ড্রাইভিং জানেন।
8. সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিউইয়র্ক সিটি এখান থেকে ২.৫-৩ ঘন্টার ড্রাইভ। সিটিতে ডে ট্রিপ কোনো ব্যাপারই না। তাই নিউইয়র্কে কোনো কাজে বা আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে চাইলে দিনে দিনে গিয়ে ফিরে আসতে পারবেন।
আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি তার মধ্যে মোটামুটি একটা আইডিয়া দেয়ার। এর বাইরে যদি কারো কিছু জানার থাকে, গুগল মামা তো আছেনই। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। এ লেখাটি লেখার কারণ আমি চাই আমার শহরে আমার দেশের মানুষ আরো বাড়ুক, যারা নিউইয়র্ক সিটিতে কষ্টে দিনাতিপাত করছেন, তারা অন্য দূরের স্টেইটে মুভ না করে আলবানিতে এসে দেখুন, ইন শা আল্লাহ ভালো লাগবে।
অনেক ধন্যবাদ সবাইকে লম্বা পোস্টটি পড়ার জন্য। পোস্টটি লেখায় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমার স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।